1576748226.jpg

পথশিশুদের পুনর্বাসনে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

দেশের পথশিশুদের পুনর্বাসনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে ৪০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে রাজধানীর ফকিরাপুলে শিশু সেলিমের গায়ে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে, মামলা করে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে, গত রোববার (১৫ ডিসেম্বর) পথশিশুদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান এ রিট করেন।

এরপর ‘শিশুটির গাঁয়ে আগুন দিল কে’ শিরোনামে গতকাল মঙ্গলবার ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে সম্পূরক আর একটি আবেদন করেন রিট আবেদনকারী।

আদেশের পর আইনজীবী মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাজধানী ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সী শিশু সেলিমের গায়ে আগুন দেওয়ার ঘটনায় করা মামলা তদন্ত করতে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে মতিঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। শিশুটির দেখভাল করতে নারী ও শিশু ও সমাজকল্যাণ সচিবকে বলা হয়েছে।