1577694272.jpg

সম্পত্তি নিবন্ধনে স্ট্যাম্প ডিউটি কমে অর্ধেক

ফ্ল্যাট ও প্লটসহ সম্পত্তি রেজিস্ট্রেশন বা নিবন্ধন খরচ দেড় শতাংশ কমাল অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ রোববার (২৯ ডিসেম্বর) পাওয়া গেছে, যদিও আদেশটি গত ২৬ ডিসেম্বর জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্ট্যাম্প অ্যাক্ট ১৮৯৯ এর সেকশন ৯ এর ক্লজ (এ) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত দলিল নিবন্ধনের ওপর আরোপনীয় স্ট্যাম্প ডিউটি পণ মূল্যের ৩ শতাংশের পরিবর্তে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, এতদিন সম্পত্তি নিবন্ধনকালে তার মূল্যের ৩ শতাংশ অর্থ স্ট্যাম্প ডিউটি হিসেবে পরিশোধ করতে হতো। এখন তা কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, নিবন্ধনকালে স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ অর্ধেকে নেমে এলো।