1571302094.jpg

শিগগিরই হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগ

খুব শিগগিরই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কয়েকজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা ও আইনজীবীর সাথে কথা বলে নিয়োগের বিষয়ে আভাস পাওয়া গেছে।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে আইন মন্ত্রণালয়।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অতিরিক্ত বিচারপতিদের শপথ পড়াবেন। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়।